পবিত্র ইদ-উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন

মুসলমানদের প্রধান উৎসব ইদ-উল-ফিতর।
বিশ্বজুড়ে প্রতিবছর কোটি কোটি মুসলমান এই উৎসবের অপেক্ষায় থাকেন।পরিবার-প্রিয়জনদের নিয়ে একসঙ্গে আনন্দ করার দিন।মিষ্টিমুখে নতুন জামা পরে ঈদ উদযাপন করা হয় এই দিনে।সকল মুসলিম পরিবারে
রমজান শেষ করে ইদের চাঁদ খুশির বার্তা নিয়ে আসে।

পবিত্র ইদ-উল ফিতরের মর্যাদা,গুরুত্ব ও ফযিলত সম্পর্কে ব্যাপক হাদিস রয়েছে।তন্মধ্যে অধিক গুরুত্বপূর্ণ
হযরত জাবের (রাঃ)-হতে বর্ণিত,তিনি বলেনঃ-
রাসূল (সাঃ)-ইরশাদ করেনঃ-
ইদের দিন উপস্থিত হলে ফেরেশতাগণ রাস্তায় মোড়ে মোড়ে দাঁড়িয়ে আহ্বান করতে থাকেন,হে মুসলমানগণ!
তোমরা করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের দিকে এগিয়ে আসো,যিনি তোমাদেরকে কল্যাণ ও উন্নতির কাজ করার তৌফিক দেন,অতঃপর উহার বিনিময়ে বিরাট পুরস্কার দান করবেন,তোমাদেরকে রমজানের রাত জাগরণের হুকুম দেয়া হয়েছিল,তোমরা তা আঞ্জাম দিয়েছো।

আর তোমাদেরকে দিনে রোজা রাখতে আদেশ করা হয়েছিল তাও তোমরা পালন করেছো এবং তোমাদের প্রতিপালকের আনুগত্য করেছো,অতএব তোমরা তোমাদের পুরস্কারগুলো গ্রহণ করো।
অতঃপর যখন বান্দাগণ ইদের নামাজ হতে ফারেগ হোন তখন একজন আহ্বানকারী ঘোষণা করতে থাকে
ওহে আল্লাহর বান্দাগণ!
তোমরা জেনে রাখো যে মহান আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন।

অতএব তোমাদের নেই কোন চিন্তা-খুশিচিত্তে তোমরা বাড়ি ফিরে যাও বস্তুত ইদের দিন হলো পুরস্কার বিতরণের দিন এবং আসমানে এই দিনটিকে পুরস্কারের দিন বলে নামকরণ করা হয়েছে।

(তাবরানী শরীফ)।

মোঃ-রফিকুল ইসলাম (রানা)।
শিক্ষার্থীঃ-ইসলামী আরবি বিশ্বিবদ্যালয়।

 

প্রকাশিত :  বৃহস্পতিবার, ১১  এপ্রিল ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন