মাটির কাহিনি : যুবক অনার্য

ছোটগল্প

মিস্টার এক্স হো হো হাসছেন।
মিস্টার এক্স যখন হো হো হাসেন তখন মিস্টার ওয়াই-এর দায়িত্ব হো হো হাসি শুনে যাওয়া।
হাসি শেষ হলো।এক্স বললেন-
বলো তো এই মুহুর্তে এই পৃথিবীর ঈশ্বর কে?
মহারাজ,অবশ্যই আপনি
১০০ তে ৭০ পেয়েছো।বাকি ৩০ কেনো পেলে না বুঝতে পারছো?
জ্বি না,মহারাজ

বাকি দেশগুলি দখল হলেই আমি ঈশ্বর হো হো হো হা হা হা
মহারাজ
বলো
বাকি দেশগুলি যদি দখল না হয়!
না হলে নাই পৃথিবীর ৭০ ভাগ রাজত্ব আমার
এমনও তো হতে পারে বাকি ৩০ ভাগের কাছে আমরা হেরে যেতে পারি
খেলায় হার জিত থাকবেই তা বোলে কি খেলা থেমে থাকবে!
তা বলতে চাই নি।হেরে গেলে তো আমাদের বিচার
হবে ফাঁসি হবে আমরা টুস করে মরে যাবো

আহা কেনো যে বাজে বকছো।মরে তো একদিন সবাই যাবে তাই বোলে কি খেলা থেমে থাকবে?

মিস্টার এক্সের কথাগুলি জড়িয়ে যাচ্ছিলো।সে এখন পুরোদস্তুর মাতাল।মাল খেয়ে টাল হয়ে আছে।তাকে বেড রুমে শুইয়ে দেয়া হলো।আজকে মহারানীকে ভুখা থাকতে হবে।মহারানী ছাড়া মহারাজা এক্সের অন্য কোনো রানী নাই।তিনি একাহারী।

যুদ্ধ চলছে।এক্সের বাহিনি দখল করে নিচ্ছে একটির পর একটি দেশ।বাকি মাত্র ৩০ ভাগ পৃথিবী।

হো হো হো।মহারাজার চিরাচরিত সেই হাসি
ওয়াই
জ্বি মহারাজ
আজকের খবর?
নতুন কিছু নয়
পুরানোটাই বলো
পুরানোটাই হলো: মানুষ মরছে।আপনি দখল করছেন মানুষ মরছে আপনি দখল থামাচ্ছেন না।বাকি ৩০ ভাগ দখলের আগে মানুষ মরতেই থাকবে তাই মানুষ মরছে এবং মরেই যাচ্ছে।
হো হো হো হো
ওয়াই
বলুন মহারাজ
মনে পড়ছে না

১ মিনিট নীরবতা…

নাহ্ মনে পড়ছে না।অন্য কিছু বলি।
জ্বি মহারাজ।
কাল রাতে স্বপ্নে দেখলাম আমি মরে গিয়ে যথারীতি নরকে পৌঁছে গেছি।আমার তো নরকে যাবারই কথা,কি বলো?
জ্বি মহারাজ।
সাব্বস।
ধন্যবাদ, মহারাজ।
আমরা অচিরেই দখল করে নেবো বাকি ৩০ ভাগ।
নিশ্চয়ই। হয়তো বা।
‘হয়তো বা’ বাদ দাও।দখল হয়ে গেলো,ওকে?
ওকে।
পুনরায় কোনো একদিন পৃথিবীর কোনো এক প্রান্তে জ্বলে উঠবে বিদ্রোহের দাবানল।আমরা চাইবো দমন করতে।এক সময় ব্যর্থ হবো পরাজিত হবো।এক সময় অন্য এক এক্স রাজা হবে মহারাজা হবে।আবার বিদ্রোহ আমার দমন আমার ব্যর্থতা পরাজয় – চলবেই চলতে থাকবেই। সভ্যতার ক্লান্তি নেই মানুষের ক্লান্তি নেই- খুন খুন খুন লাশ লাশ লাশ!
তাহলে আপনি দখল করা শুরু করেছিলেন কেনো? দখল থামাচ্ছেন না কেনো?
নেশা। রক্তে সোনালি নেশা।
বিষাক্ত নেশা।
হো হো হো সাব্বাস দারুণ বলেছো হে। বিষাক্ত নেশা।শেষ গন্তব্য তো অই নরক,তাই নয় কি?
জ্বি, তাই।
কিন্তু মাঝে মাঝে বড়ো বিভ্রান্ত হয়ে যাই- স্বর্গ নরক এসব আদৌ আছে কি!
না থাকলে সমীকরণ যে মিলছে না।ধরুন
আপনি,আপনার মতো একজন মহারাজা যিনি নেশা যিনি খুন খুন খুন যিনি লাশ লাশ আর লাশের জনক,তিনি তো নরকে না গেলেই নয়,তাই নয় কি?
কিন্তু যিনি স্বর্গ নরকের স্রষ্টা – এসব স্বর্গ নরক খেলায় তার কি ফায়দা বলো তো?পুরো বিষয়টাই একটা মিথ নয় কি?
মিথ ভেবে নিলেও কি সমীকরণ মিলবে?
হো হো হো যা বলেছো বড্ড বলেছো হে বড্ড বলেছো।মাল সাজাও।
মহারাজার কথা জড়িয়ে গেলো। আজকেও মহারানী ভুখা থাকবেন কিনা- বুঝা মুশকিল।

বাকি ৩০ ভাগের কাছে মহারাজ পরাজিত হলেন।মহারাজের ফাঁসির রায় হলো।ফাঁসির আগে তার শেষ ইচ্ছে জানতে চাওয়া হলো।মহারাজের কোনো শেষ ইচ্ছে নেই।তাকে কিছু বলতে বলা হলো: পৃথিবীর মানুষের উদ্দেশে আপনি কিছু বলুন।
মহারাজ বললেন: মাটির মানুষ আগুন হতে চেয়ে জলের কাছে এসে নিভে যায়।হে মানুষ, মাটি দখল না করে নিজেকে মাটি বানাও।

মহারাজার মৃত্যুর ৩ বছর পর আবার যুদ্ধ শুরু হলো ১০০ ভাগ পৃথিবীর কোনো এক প্রান্তে।খুন খুন খুন।লাশ লাশ লাশ।

প্রকাশিত : মঙ্গলবার, ১৬  এপ্রিল ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন