পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ নির্বাচনে ১৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বোদা উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার (২১ এপ্রিল) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেন তারা।

চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অধ্যাপক মো. ফারুক আলম টবি, রবিউল আলম সাবুল, রাসেদ প্রধান, সায়েদ জাহাঙ্গির হাসান সবুজ, আব্দুল মান্নান, হাবীব আল আমীন ফেরদৌস, রাজীব কুমার বকসী ও মহি উদ্দিন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মকলেছার রহমান জিল্লু, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ, প্রদ্যুৎ কুমার বর্মন, জীতেন্দ্র নার্থ বর্মন, হেমন্ত কুমার সেন, দেব নারায়ন রায় ও মোরছালিন বিন মমতাজ রিপন।


মহিলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রাণী বর্মন, সাবেক ভাইস চেয়ারম্যান মোছা. লাইলী বেগম ও জেবুন নাহার মুক্তা।

ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলায় নির্বাচন হবে সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ভোট গ্রহণ ২১ মে।

উপজেলা নির্বাচন অফিসার মো. তকদির আলী সরকার জানান, আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।