ভোলায় বিভিন্ন স্কুল-কলেজের মেধাবীশিক্ষার্থীর মাঝে বৃত্তি’ প্রদান

 

তাপস কুমার মজুমদার, ভোলা প্রতিনিধি ॥

ভোলায় বিভিন্ন স্কুল-কলেজের মেধাবী ৩৬৮ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মাঝে ‘জেলা পরিষদ মেধাবী শিক্ষা বৃত্তি’ প্রদান করা হয়েছে। জেলার বিভিন্ন স্কুল-কলেজের ২০১৭ ও ১৮ শিক্ষাবর্ষের এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ২৪২ জনের মাঝে ৩ হাজার ও এইচএসসিতে ১২৬ জনের মাধ্যে সাড়ে ৩ হাজার টাকা হারে বৃত্তি দেওয়া হয়।

http://picasion.com/
আজ মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে মেধা বৃত্তি তুলে দেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন, জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন। সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু। স্বাগত বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান।

মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেয়ার জন্য জেলা পরিষদ প্রতিবছর বৃত্তি প্রদান করছে। এবারও শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করার জন্য বৃত্তি প্রদানের মাধ্যমে উৎসাহ দেয়া হয়।