করোনা প্রতিরোধে খোলা মাঠে হাট বসিয়েছে প্রশাসন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

করোনা প্রতিরোধে ব্যক্তিগত সুরক্ষা ও সামাজিক দূরত্ব বজায় রাখাতে খোলা মাঠে হাট বসিয়েছে তেঁতুলিয়ায় উপজেলা প্রশাসন।

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা প্রশাসন পুরাতন হাট বাজারের প‌রিব‌র্তে খোলা মাঠে কাঁচা বাজার বসানোর পাশাপাশি পুলিশ, সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী মানুষকে ঘরে থাকা ও সামাজিক দূরত্ব বজায় রখতে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে।

জানা গেছে, উপজেলার শালবাহান, তিরনই হাট, ভজনপুর, শালবাহান রোড, চৌরাস্তা বাজার সহ বি‌ভিন্ন হাটের কাঁচা বাজার গুলো এখন আলাদা খোলা স্থা‌নে বসা‌নো হ‌য়ে‌ছে। এর ফলে বাজারে গি‌য়ে কাঁচা তরিতরকারি কেনায় মানুষের ভিড় বা ঠেলাঠেলি কমে গেছে। লোকজন নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখেই তাদের দৈনন্দিন কেনাকাটার কাজ সাড়ছে।

এ বেপারে তেঁতুলিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল হক বলেন, উপজেলার বিভিন্ন হাট বাজারে আগে একত্রে কাঁচা বাজার ও মাছ মাংস বিক্রয় হত। এতে বাজারে ভীড় লেগেয় থাকতো। এখন কাঁচা বাজার কিছু দূরত্বে সরে নেওয়ায় মাংসের বাজারটিতে ভীড় কমে গেছে। অপরদিকে খোলামেলা কাঁচাবাজারে মানুষ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছে নিরাপদ দূরত বজায় রেখে।