বাড়ি বাড়ি গিয়ে ভ্রাম্যমাণ চিকিৎসা দিচ্ছে “আমিও মানুষ” সংগঠন

 

দিপু আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি :

আজ ১৪ এপ্রিল থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা দিচ্ছে “আমিও মানুষ” মানব সেবা সংঘ । মহামারী করোনা ভাইরাসের পুরো দেশই লকডাউনে ফলে নিয়মিত চিকিৎসা সেবার বিঘ্ন ঘটছে, তাই সব ধরনের রোগীর সেবা নিশ্চিতে উদ্যোগী হয়েছে “আমিও মানুষ” নামের সামাজিক সংগঠন । সংগঠনটি অফিসিয়াল পেইজে এক ভিডিও বার্তায় সভাপতি তারেক আহমদ বিষয়টি জানান।

তারেক আহমদ বলেন, “আমিও মানুষ” মানব সেবা সংগঠনের ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থা চালু করছে। নবীগঞ্জ উপজেলার ২ নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের প্রতিটি গ্রামে পৌছে যাবে ভ্রাম্যমাণ টিম। আমরা মনে করছি খাদ্যদ্রব্য সরবারহের পাশাপাশি ভ্রাম্যমাণ চিকিৎসাও জরুরি। কেননা করোনা ছাড়াও অন্যান্য রোগে যারা ভুগছেন তারা যেন সঠিক চিকিৎসা সেবা পান এজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

তিনি আরও বলেন, সবাই ধৈর্য ধরে সংগঠনের দেয়া নাম্বারে যোগাযোগ করবেন। এ মুহূর্তে আমরা একজন চিকিৎসক দিয়ে শুরু করছি। তিনি হলেন ডা. নজরুল ইসলাম খোকন। ভ্রাম্যমাণ মেডিকেল টিমের পাশাপাশি আরো অনেক সামাজিক ইভেন্ট আমরা করছি।