হবিগঞ্জে চাল কেলেঙ্কারি, আ’লীগ সভাপতি কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারের খাদ্য বান্দব কর্মসূচির আওতায় ১০টাকা কেজি ওএমএস এর চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে নজরুল ইসলাম খান নামে এক আওয়ামী লীগ নেতাকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার বিকেলে বানিয়াচং উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মতিউর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম খান কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চমকপুর বাজারের সরকারি চালের ডিলার।

কাগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এরশাদ আলী জানান-১০ টাকা কেজি ধরে প্রত্যেকের কাছে ৩০ কেজি করে চাল বিক্রি কথা থাকলেও ডিলার নজরুল ইসলাম ওজনে কম দেন।

৩০ কেজির বদলে তিনি প্রত্যেককে ২২/২৩ কেজি করে প্রদান করেন। চাল গ্রহিতারা বিষয়টি বুঝতে পেরে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোবাইল ফোনে অভিযোগ দেন।

তাৎক্ষণিক তিনি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মতিউর রহমানকে ঘটনাস্থলে পাঠালে অভিযোগের সত্যতা পাওয়ায় এবং নজরুল ইসলাম অনিয়মের বিষয়টি স্বীকার করায় তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।