তেঁতুলিয়ায় নদীতে ডুবে প্রতিবন্ধীর মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নদীর পানিতে ডুবে রাজিউল ইসলাম বাঙালী (৪৮) নামে এক শারীরিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।

০৮ জুন (সোমবার) সকালে তেঁতুলিয়া উপজেলার শালবাহন ইউনিয়নের বালাবাড়ি এলাকায় গরুকে গোসল করাতে গিয়ে নদীর পানিতে ডুবে রাজিউল ইসলাম বাঙালীর মৃত্যু হয়। সে ওই এলাকার এমাজ উদ্দীনের ছেলে।

শালবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান লিটন জানান, রাজিউল প্রতিদিন গরুকে নদীতে গোসল করাতে নিয়ে যায়। আজো সে নদীতে গরুকে গোসল করাতে নিয়ে যায়।

গরুকে গোসল কটানোর পর গরু বাড়িতে ফিরে আসলেও সে না আসায় তাকে খোঁজাখুঁজি করা হয়। পরে স্থানীয়রা ওই শারীরিক প্রতিবন্ধীর মৃতদেহ নদীর পানিতে পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে সাঁতার না জানায় রাজিউল নদীর পানিতে ডুবে মারা গেছেন।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং ওই শারীরিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত যানা যাবে। এ ব্যাপারে তেঁতুলিয়া মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।