স্বপ্ন ঘোর : রেজাউল করিম

কেনো এক কুয়াশা ভরা সকাল বেলা
তোমাকে নিয়ে হারিয়ে যেতে চাই
ফুলে সাজানো পালতোলা নৌকায়
তোমার কোলে মাথা রেখে
দেখবো সূর্যের মিষ্টি হাঁসি
কেনো এক বৃষ্টি ভেজা বিকেলে
তোমাকে নিয়ে হারিয়ে যাব অজানা রাস্তায়
যেথায় নেই লোক লালসার ভয়
হাতে হাত রেখে একসাথে পাড়ি দেব দুজনে
দেখব তোমার মায়াবি মিষ্টি হাঁসি
যে হাঁসি আমার মনের শত শত কষ্টকে
মুছে দিবে এক ঝলকে
তোমার নয়নের কাজলের এক ফোটা কালি ধারায়
গেঁথে রেখো আমায় যাতে হারিয়ে না যাই আমি
কোনো এক ফাগুনের ভরা জোৎস্নায়
তোমার কাঁধে মাথা রেখে দেখবে জোৎস্না
হঠাৎ কোকিল তার সুমিষ্ট কণ্ঠে কুহু কুহু ডাক দিবে
তোমার চোখের দিকে তাকিয়ে বলব
কোকিল ও জানে যে তোমাকে ভালোবাসি
আর তুমি ও কোকিলের মত করে কুহু কুহু ডাকবে
কোকিল তোমার ডাকে প্রতিফলন করবে
চৈত্র মাসের বিরক্তিকর গরমে তুমি আর আমি
বটবৃক্ষের ছায়াতে বসে ঝিমাব
তুমি শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছে দিবে
আর বটবৃক্ষের পাতা দ্বারা বাতাস করিবে
আর তখনই তোমাকে শুনাব কোনে এক রাজা রানির গল্প
তোমার মাঝে বাঁচতে ইচ্ছে হয় যুগ-যুগান্তর
তোমার কোলেই মরতে চাই আমি একান্ত
পাইনি আদৌও তোমার দেখা এই সুন্দর ভুবনে
তবে কি আমার স্বপ্নগুলো স্বপ্নই হয়ে থাকবে
হে প্রভু চাই তার দেখা অতি শ্রীঘই
একটু একটু করে হচ্ছে আমার মনের মরন
তবু তার অপেক্ষায় আমি দিন গুনতো থাকি

লিখেছেন : মোঃ রেজাউল করিম
শিক্ষার্থী
দুমকি আপতুন নেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়