ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতীর নিম্নাঞ্চল প্লাবিত

মো. জাকারিয়া খান জাহিদ, স্টাফ রিপোর্টার:

গত ক’দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ২৫টি গ্রামের বাড়ি-ঘর ডুবে গেছে। ঢলের পানিতে ক্ষতি হয়েছে কৃষকদের বীজতলা ও শাক-সবজির ক্ষেতেরও।

জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ঝিনাইগাতী উপজেলার সোমেশ্বরী, মহারশি ও কালঘোষা নদী পানি বেড়ে উপজেলার কান্দুলী, দাড়িয়ারপাড়, কুচনীপাড়া, সারিকালিনগর, দড়িকালিনগর, সুরিহারা, বালিয়াগাঁও, পাইকুড়া, ঘাগড়া,বেলতৈল,হাসলিগাঁও,হাসলিবাতিয়া,হাতিবান্দা, ধানশাইল, বাগেরভিটা, আয়নাপুর, বিষ্ণপুর, দুপুরিয়া, বগাডুবি, চতল, রামনগর, বনগাঁও, জিগাতলসহ প্রায় ২৫টি গ্রামের হাজারও মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ওইসব এলাকার বেশকিছু পুকুর পানিতে তলিয়ে গেছে। নিচু রাস্তাঘাট পানিতে তলিয়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। তলিয়ে গেছে কৃষকদের বীজতলা ও শাক-সবজির ক্ষেতও। ঝিনাইগাতী উপজেলা সদরের কোর্ট বিল্ডিং, সাব-রেজিষ্টার অফিসের রাস্তা ও মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টির পানি জমে থাকায় মানুষের চলাচলের দুর্ভোগ সৃষ্টি হয়েছে।