মায়ের আদর

ইমরান হোসেন


তোমার দোয়ার ফযিলতে মা
আমি আছি ভালো,
আজীবনের কল্যাণকামী মা
তুমিই মনের আলো।

অনেক কিছুই মনে পরে মা
খাবার খেতে বসলে,
জোর করে তুমি খাবার দিতে
না নেওয়ার ছলে হাসলে।

এটা দিতে ওটা দিতে
দিতে আরো কত কিছু,
একটুখানি রাগ করলেই
ধরতে আমার পিছু।

রাগ ভাঙানোর পরে মাগো
তুমি খেতে ভাত,
আমি কিছু না খেলে মাগো
ধরতে আমার হাত।

এখন অনেক মিস করি মা
তোমার শাসন গুলো,
তোমার আদর পাই না মাগো
অনেক দিন যে হলো।

আরো অনেক দোয়া করিও
ভালো যেন থাকি,
দূরে থেকেও তোমার কথাগুলো যেন
ঠিক মতো রাখি।

—————————————————-