শুধু জীবনেরই বন্দনা : ক্ষুদীরাম দাস

আমার-তার-আপনার-আমাদের সবারই বিচরণ
পৃথিবীর বুকে জীবনকে সাথে নিয়ে।
বহু আকাক্সিক্ষত স্বপ্নের আসর রচিব
পরস্পরে ভালোবাসা বিলিয়ে।

প্রেম-শান্তি-আনন্দ এই তো আমাদের আকাক্সক্ষা
সবই রবে মোদের, তাড়িত করি যদি ব্যাকুলতা।

এই তো ভরপুর দেখি নিকৃষ্ঠতা আর অদৃশ্য সংঘাত
অন্তরে বাইরে ভীতিকর, ক্ষতবিক্ষত আঘাতের পর আঘাত।
মায়াহীন চতুর্দিক, জর্জরিত ভালোবাসার অভাবে,
প্রেম ভালোবাসা অনুপস্থিত আমাদেরই স্বভাবে।

বড় ব্যাথা লাগে দেখি যখন অতৃপ্ত মানবতার কান্না
এমনি করে যাবে যদি, দিবস রজনী ফুরাবে, শান্তি-প্রীতি রবে না।
স্বার্থের জালে সকলেই বন্দী, শুধু জীবনেরই বন্দনা।