গায়েব হয়ে গেছেন বেড়ার বরখাস্তকৃত মেয়র!

পাবনার বেড়ার ইউএনও আসিফ আনাম সিদ্দিকীকে লাঞ্ছিতের অভিযোগে থানায় মামলা দায়েরের পর হঠাৎ গায়েব হয়ে গেছেন বেড়া পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র আব্দুল বাতেন।

বুধবার (১৪ অক্টোবর) রাতে ইউএনও আসিফ আনাম সিদ্দিকী বাদী হয়ে আব্দুল বাতেনকে আসামি করে বেড়া থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।


একটি সূত্র জানিয়েছে, মামলা দায়েরের পরপরই আত্মগোপনে গেছেন আব্দুল বাতেন। তার অবস্থান সম্পর্কে তাৎক্ষণিক কেউ কেউ কিছু জানাতেও পারেনি।

 

এ বিষয়ে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি কাজে বাধা, হুমকি এবং এবং ইউএনও আসিফ আনাম সিদ্দিকীকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় তার বিরুদ্ধে পেনাল কোডের ৩২৩, ৩৩২, ৩৫৩, ৩৫৫ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়। মামলায় ঘটনার দিন উপস্থিত তিনজন জনপ্রতিনিধিকে সাক্ষী করা হয়েছে।

ওসি আবুল কাশেম আরও জানান, মামলা দায়েরের পর থেকেই বরখাস্ত মেয়র আব্দুল বাতেনকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। তিনি আত্মগোপনে রয়েছেন।

উল্লেখ্য, গেল সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসিক সভাকালে মেয়র আব্দুল বাতেনের বিরুদ্ধে ইউএনও আসিফ আনাম সিদ্দিকীকে লাঞ্ছিত এবং অশ্রাব্য ভাষায় গালাগাল ও ভয়ভীতি দেখানোর অভিযোগ ওঠে। এরই ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগ মঙ্গলবার তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

১৫ অক্টোবর ২০২০ খ্রি. ৩০ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৭ সফর ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার