নিজেকে বড় মনে করো না

কথিকা

ক্ষুদীরাম দাস :
আমার আশা, তুমি যেন বড় হও। আমি সেই আশাই করি। তবে শিক্ষা পেতে পেতে তুমি অহঙ্কারী হয়ে যেও না। তুমি ভালো নামী দামী শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছো, ভালো চাকুরি করছো, অনেক টাকা বেতন পাচ্ছো, অনেক ভালো আছো।

আমি চাই তুমি আরো বড় হও। তবে বড় হতে হতে এতো বড় হইও না যে, বড় স্থানে থেকে ছোটদের নিন্দা করবে। তেমন বড় হওয়ার কোনো মানে নেই।

শিক্ষার সম্মান বলে কথা আছে। সেই শিক্ষার সম্মান ও মর্যাদা দিবে। যে গাছে ফল ধরে তা নিচের দিকে ঝুলে থাকে। যার মধ্যে শিক্ষা থাকে সে কখনো অহঙ্কারী হয় না। তার মধ্যে আত্ম অহঙ্কার থাকতে নেই। তাহলে শিক্ষার কোনো মূল্যই থাকে না। আর যাই হোক, তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতেই থাকে। কেননা তুমি মাটি থেকেই শুরু করেছিলে।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ১২:৩১ পিএম

২৮ নভেম্বর ২০২০ খ্রি. ১৩ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ১২ রবিউস সানি ১৪৪২ হিজরি, শনিবার