ফরিদগঞ্জে স্বাস্থ্য কর্মীদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে চলছে কর্মবিরতি

ফরিদগঞ্জ সংবাদদাতা :

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর প্রধান ফটকের সামনে স্বাস্থ্য কর্মীদের গত ২৬ নভেম্বর হতে চলমান টানা কর্ম বিরতীর ৪র্থ দিন চলছে। তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতী অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ জানান।

উপজেলায় ৬৭ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এদের দাবী হচ্ছে, বেতন বৈসম্য নিরসনের । চরমান আন্দোরনে সভাপতি মাসুদ আলম মিজি ও সাধারণ সম্পাদক আঃ মোতালেব জানান, আমাদের ন্যার্য দাবী বেতন বৈসম্য নিরস করার ।

এ দাবী যতক্ষন পর্যন্ত নিরসন করা না হবে ততক্ষন পর্যন্ত কর্ম বিরতী অব্যাহত থাকবে। ১৬তম গ্রেড থেকে ১৩ তম, ১৫ তম গ্রেড থেকে ১২তম ,১৪তম গ্রেড থেকে ১১ তম গ্রেডে আনয়ন করা। এসময় উপস্থিত ছিলেন, মাও: বশির উল্যাহ, শাহ আলম তালুকদার , মোশারর্ফ হোসেন, আশ্রাফুল আলম, আ: রাজ্জাক , মুন্নি আক্তার , ফাতেমা আক্তার , নূরে আলম প্রমূখ।

তারা আরোও জানান, টিকা দান ও প্রাথমিক চিকিৎসাসহ মাঠ পর্যায়ের সকল সেবা থেকে বঞ্চিত রয়েছে সেবা নিতে আসা লোকজন।