এই তো জীবন!

ক্ষুদীরাম দাস :

এই তো জীবন!
হেঁটে চলা শুধু দুপুরের পোড়া রোদে
অথবা পড়ন্ত বিকেলের ধুলোমাখা রাস্তার ধারে বসে
সংসারের হিসাব মেলানো,
অথবা মূল্যবান কিছু হারিয়ে হাহুতাশ করা,
আবার সংসারের ঘানি টানতে টানতে হাঁপিয়ে উঠা,
আর রাত দুপুরের একটার পর একটা সিগারেট ফুঁকে যাওয়া।

এই তো জীবন!
মেয়ের মুখের হাসি দেখে ক্লান্ত ভুলে যাওয়া,
সারাদিনের ক্লান্তি
অথবা দীর্ঘশ^াসের শব্দকে সঙ্গী করা,
আর সাহসে এগিয়ে যাওয়া!

এই তো জীবন!
দোতলায় দাঁড়িয়ে ছাপড়া ঘরের মানুষকে দেখা,
আর অবজ্ঞায় মনুষ্যত্বকে মাটি চাপা দেয়া,
অথবা অহঙ্কারে হনহনিয়ে হেঁটে চলা,
অথবা দাপটে গরীবের সত্যকে মিথ্যে দিয়ে ঢেকে দেয়া।

এই তো জীবন!
জীবনের গল্প তো অনেক কিছু।
বর্ণনায় শেষ কোথায়?

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ১২:৪১ পিএম

১৫ নভেম্বর ২০২০ খ্রি. ৩০ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ২৯ রবিউস সানি ১৪৪২ হিজরি, মঙ্গলবার