কালুখালীর রতনদিয়া বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

শাকিল আদনান রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার জনবহুল রতনদিয়া (অরুণগঞ্জ) বাজার শিল্প ও বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে ১৮ জানুয়ারী সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগননা শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রশিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী সহ প্রার্থীদের পোলিং এজেন্টগণ উপস্থিত ছিলেন। নির্বাচনে সভাপতি পদে ইমমাদুল হক দুদু ছাতা প্রতিকে ৩৯৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ রিয়াজুল ইসলাম খেজুর গাছ প্রতিকে ৩৪৮ ও মোঃ আব্দুর রহমান খান চেয়ার প্রতিকে ৩২১ ভোট প্রাপ্ত হন।

সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ আলমগীর হোসেন ভাল্ব প্রতিকে ৫৭৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। মোঃ রেজাউল ইসলাম (চুন্নু মোল্লা) হরিণ প্রতিকে ৩৬৬ ভোট, মোঃ শহিদুল ইসলাম ব্রীজ প্রতিকে ৬৮ ভোট প্রাপ্ত হন। সহ-সভাপতি পদে প্রহলাদ কুমার পাল (সমীর) হাতি প্রতিকে ৫০৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। মোঃ নুরুল ইসলাম উড়োজাহাজ প্রতিক নিয়ে ৪৭৫ ভোট প্রাপ্ত হন। সাধারণ সম্পাদক পদে রনজয় বসু গাভী প্রতিক নিয়ে ৫৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। মোঃ জাকির হোসেন হাঁস প্রতিক নিয়ে ৪৫৭ ভোট প্রাপ্ত হন। কোষাধ্যক্ষ পদে মোঃ তোফাজ্জেল হোসেন মাছ প্রতিক নিয়ে ৬০৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

আম প্রতিক নিয়ে সুনির্মল দেবনাথ (সুনিল) ৪০০ ভোট প্রাপ্ত হন। সমাজকল্যাণ পদে রাসেল মন্ডল টিউবয়েল প্রতিক নিয়ে ৫৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। জগ প্রতিক নিয়ে মোঃ লিটন শেখ ৪৩৫ ভোট প্রাপ্ত হন। ধর্মীয় সম্পাদক পদে মোঃ মালেক শেখ মিনার প্রতিক নিয়ে ৫৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। পাখা প্রতিক নিয়ে রহিম মন্ডল ৪২০ ভোট প্রাপ্ত হন এবং কার্যকরী সদস্য পদে ওহাব শেখ হুক্কা প্রতিকে ৬৫৯ ভোট, মোঃ বাচ্চু শেখ কলস প্রতিক নিয়ে ৫৭৮ ভোট ও মোঃ আলতাব শেখ মই প্রতিক নিয়ে ৫১৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। কার্যকরী সদস্য পদে নিকটতম প্রতিদ্বন্দী মোঃ লালচাঁদ বিশ্বাস চাকা প্রতিক নিয়ে ৪৭৭ ভোট ও মিঠুন বিশ্বাস ঢেঁকি প্রতিক নিয়ে ৩৭৮ ভোট প্রাপ্ত হন।

উল্লেখ্য নির্বাচনে বিনা প্রতিদ্বন্দীতায় সাংগঠনিক সম্পাদক পদে মোঃ বাবলু শেখ, দপ্তর সম্পাদক পদে মোঃ জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক পদে আব্দুর রব, ক্রীড়া সম্পাদক পদে আরিফুল ইসলাম, শিল্প সম্পাদক পদে পানু কুমার নন্দী নির্বাচিত হয়েছেন। নির্বাচন চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল গণি এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষায় এসআই ফজলুল হক, মোঃ নাজমুল হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।