একজন আদর্শ শিক্ষকই জাতির মেধা গড়ার কারিগর : ঢাকা জেলা প্রশাসক

মাকসুমুল মুকিম দোহার প্রতিনিধি :  করোনা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রমের গতিশীল করার লক্ষ্যে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষকদের সাথে ডিসি’র মতবিনিময় সভা।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর মূরাল প্রাঙ্গনে উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষকদের সাথে দিক নিদের্শনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারি কমিশনার(ভুমি)জ্যোতি বিকাশ চন্দ্রের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ঢাকা জেলা প্রশাসক মো.শহিদুল ইসলাম বলেন,একজন আদর্শ শিক্ষকই জাতির মেধা গড়ার কারিগর। শিক্ষকের মেধাশ্রমই জাতির অমূল্য সম্পদ। তাই তাকে হতে হয় আর দশজন মানুষের তুলনায় সেরা। কেননা তাকে দেখেই শেখে আগামী প্রজন্ম। একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে।

দোহার উপজেলা নিবার্হী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.রকিব হাসান,উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দা পারভীন আক্তার ফেরদৌসী, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খালেক, জয়পাড়া কলেজ অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান, সরকারি পদ্মা কলেজ অধ্যক্ষ জালাল উদ্দীন, মালিকান্দা ও মেঘুলা স্কুল এন্ড অধ্যক্ষ অজয় কুমার রায়,ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী সহ আরো অনেকে।