না ফেরার দেশে বাউল শিল্পী পরশ আলী দেওয়ান

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ ( ঢাকা) :
বাউল শিল্পী পরশ আলী দেওয়ান আর নেই। সোমবার দিনগত রাত দুইটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এই গুণী শিল্পী দোহার উপজেলার উত্তর জয়পাড়া মিয়াপাড়া ইসলামপুর গ্রামে জন্ম গ্রহণ করেন।

পরিবার সূত্র থেকে জানা যায়, বাউল স¤্রাট পরশ আলী দেওয়ান বাংলাদেশের প্রখ্যাত সুফি সাধক বাউল রজ্জব আলী দেওয়ানের কাছে বাউল গানের শিক্ষা গ্রহণ করেন।

পরশ আলী দেওয়ানের কন্ঠে গাওয়া অন্যতম গান হচ্ছে আমিতো মরে যাব রেখে যাব সবই, ওরে মনের ময়না এমন করে আর ডাকিস না,অকুল গাঙ্গে ধরলাম পাড়ি. যাবি যদি মাশুক রুপ দর্শনে।পরশ আলী দেওয়ান বাউল, দেহতত্ত বিচ্ছেদী গানসহ জীবনমুখী বিভিন্ন গানে কণ্ঠ দিয়ে শিল্পী হিসেবে সারাদেশের আনাচে-কানাচে, গ্রাম বন্দর ও গঞ্জে ঘুরে বেড়াতেন। মঙ্গলবার সকালে তাঁর মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার বাদ আসর স্থানীয় সোনামিয়ার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।