দোহারে হাজারবিঘা ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 মাকসুমুল মুকিম :
ঢাকা দোহারের বিলাশপুর ইউনিয়নের হাজারবিঘা ক্রিকেট টুনামেন্ট ২০২১ এর শট বাউন্ডারী ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে বুধবার বিকেলে বিলাসপুর ইউনিয়নের হাজার বিঘা গ্রামের একটি মাঠে এ ( শট বাউন্ডারী) ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক মো. ফারুক মাহমুদের সভাপতিত্বে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন। আলমগীর হোসেন তার বক্তব্যে বলেন আমরা মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে এবং মাদকাসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। মাদকের ভয়াল থাবা থেকে বাঁচতে হলে খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে যুব সমাজকে ধরে রাখতে হবে। উক্ত খেলায় উদ্বোধন করেন বিলাসপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ রাশেদ চোকদার। এই শর্ট বাউন্ডারি ক্রিকেট টুনামেন্টের সার্বক সহযোগিতায় ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ফ্রিডম (জেলা-৩১৫এ-১) এর চার্টার প্রেসিডেন্ট এবং দোহার উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবক লায়ন আব্দুস সালাম চৌধুরী। ফাইনাল খেলায় অংশগ্রহন করে হাজার বিঘা ফ্রেন্ডস ক্লাব এবং হাজার বিঘা ড্রিম এলিভেন ক্রিকেট দল। উক্ত খেলায় বিজয়ী দল হাজারবিঘা ফ্রেন্ডস ক্লাব কে একটি ফ্রিজ ও রানার্স আপ দল হাজারবিঘা ড্রিম এলিভেন কে একটি এলইডি টেলিভিশন পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়। পরে রাতে এক মনোন্জ সাংস্কৃতিক সন্ধ্যা এবং বাউল গানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন বিভিন্ন বাউল শিল্পীগণ। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য সুরুজ আলম সুরুজ এবং তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য জয়নাল আবেদীন, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদার, পৌর আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন সুরুজ, আওয়ামী লীগ নেতা বাশার মৃধা, ঢাকা জেলা দক্ষিণ ছাত্র লীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ জয়পাড়া বাজার ব্যবসায়ী মো. কুদ্দুস-সহ আরো অনেকে।