ফরিদগঞ্জে প্রাণি সম্পদ প্রদর্শনী সম্পন্ন

মো: মহিউদ্দিন,ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
শনিবার দিন ব্যাপী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও প্রানি সম্পদ দপ্তরের উদ্যোগে প্রানি সম্পদ প্রদর্শনী সম্পন্ন হয়েছে।

সকাল সাড়ে ১১টায় আলোচনা সভায় প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ জ্যোর্তিময় ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা আসিক জামিল মাহমুদ, বিআরডিবির মো: কাউসার হোসেন,প্রচার সম্পাদক সাংবাদিক আনিছুর রহমান সুজন , যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম মিয়া প্রমূখ।আলোচনা শেষে আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষনা দেন মহিলা ভাইস চেয়ারম্যান। পরিশেষে অতিথিরা ষ্টলগুলো প্রদর্শন করেন।

প্রদর্শনীতে ৩৫টি স্টলে উটপাখি, ঘোড়া, তোতা পুরী ছাগলসহ বিভিন্ন জাতের পোষা প্রানী ও বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে। সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোজাম্মেল নিজের পরিবহনের একটি ঘোড়া নিয়ে প্রদর্শনীকে প্রানবন্ত করে তোলেন। উপজেলা পর্যায়ে প্রথম বারের মতো এ আয়োজন খামারীদের আগ্রহ সৃষ্টিতে নতুনন্তের মাত্রা যোগ করার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। আগামীতে এ প্রদর্শনী অব্যাহত রাখার প্রত্যাশা ও ব্যক্ত করেছেন।