বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৯ জুন

মাকসুমুল মুকিম, দোহার- নবাবগন্জ ( ঢাকা) প্রতিনিধি :

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের (বিসিভোয়া) দ্বি-বার্ষিক নির্বাচন-২০২১। বিসিভোয়া’র নির্বাচন গত ১২ এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা’র প্রকোপ বৃদ্ধি পাওয়ায় কারণে নির্বাচন পিছিয়ে যায়।

পরবর্তীতে আজ সোমবার (১৪ জুন) বিকেলে ঢাকার মতিঝিল বি.আই.ডাব্লিউ.টি.এ ভবনের ১১ তলায় অনুষ্ঠিত বিসিভোয়া’র নির্বাচন পরিচালনা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব খন্দকার নূরুল হক জানান, সিদ্ধান্ত হয়েছে আগামী ১৯ জুন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের (বিসিভোয়া) দ্বি-বার্ষিক নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হবে। ১৯ জুন মতিঝিলের বি.আই.ডাব্লিউ.টি.এ ভবনের ১১ তলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে।

জানা যায়, এ সংবাদ পাওয়ার পর নৌ-যান ব্যবসা সমৃদ্ধি ঐক্য পরিষদের মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ইঞ্জিনিয়ার মেহবুব কবির নেতৃত্বাধীন ২৫ জন বিশিষ্ট প্যানেলের প্রার্থীরা এবং জাহাজ ব্যবসায়ীরা আনন্দ-উল্লাস ও মিষ্টি বিতরণ করেন। এ নির্বাচনে ২৫টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করবে। এ নির্বাচনে ভোট প্রদান করবে সর্বমোট ১১২০ জন ভোটার।

বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম), কোস্টাল শিপ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহবুব কবির, নৌ-যান ব্যবসা সমৃদ্ধি ঐক্য পরিষদের মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ইঞ্জিনিয়ার মেহবুব কবির নেতৃত্বাধীন প্যানেলের সদস্য- খুরশিদ আলম, শ্রী লক্ষণ চন্দ্র ধর, মো. মাসুদ করিম, মোহাম্মদ আলী, রেজাউল করিম, মো. রকিবুল আলম (দিপু), মো. আলী হেসাইন, এ.কে.এম সামসুজ্জামান, মো. মশিউর রহমান, আব্দুল মতিন তালুকদার, ইঞ্জিনিয়ার মো. বোরহান উদ্দিন শিকদার, মো. মোশারফ হোসেন, আ. বাতেন রনি, মো. আনিসুর রহমান, মো. মিলন শিকদার, মো. আলমগীর হোসেন, আকন্দ মো. সোহরাব হোসেন, মো. শামিমুর রহমান শিপন, আলহাজ্ব মো. আব্দুর রহমান, হাজী মো. আলমগীর হোসেন, মো. আক্তার ফারুক, মোড়ল আবু বকর সিদ্দিক, মো. সোহাগ-সহ অন্যান্য জাহাজ ব্যবসায়ীবৃন্দ।