কবির হোসেন মিজি’র কবিতা : শব্দের খোঁজে

একটা কবিতা লিখতে ইচ্ছে করে কবিতার মতো
যেখানে শব্দের ভেতর, লুকিয়ে থাকে শব্দ
কেউ বুঝে, কেউ বুঝেনা।
ফুল কুড়ানির মতো শব্দ খুঁজে খুঁজে
শব্দের মালা গেঁথে কাগজের পাতায় সাজাতে চাই।

তাইতো জোনাক জ্বলা অন্ধকারে কবিতার হৃদপিন্ড খুঁজে বেড়াই
চোখের পলক ধাঁধায়।
ভাবুক মন ডুব সাঁতারে সেঁচে আনে
এক টুকরো ছন্দ মালা।

এমন একটি কবিতা সাজাতে চাই
যে কবিতার প্রতিটি পরতে পরতে লুকিয়ে থাকে সুখ, দুঃখ, হাসি, কান্না প্রেম, মোহ, কামনা।
রাতজাগা বউ কথা কও পাখির গানে কবিতা যেনো প্রাণ খুজে পায়।

নিস্তবদ্ধ রাত কখনো শব্দ খেলা করে, কখনো হারায়
ডায়রির সাদা পাতা জুড়ে লেপটে থাকে কালো কালীর ক্রসচিহ্ন।
আমি কবিতার শব্দ খুঁজি, জোনাকিরা নিভে যায় সূর্যের আলোর মতন।
শব্দ খোঁজা জোনাক জ্বলা রাতের অবসান ঘটে
ঘুম ভাঙ্গানো মোড়ক ডাকে।

রচনাকাল : ২৩ জুন
বুধবার রাত ১টা