অশোক কুমার রায়ের কবিতা : ‘মনপুরা’

 

মেঘনার বুকে জলরাশির মধ্যে উত্থিত আমি মরপুরা
চারিদিকে আমার নদীর নীল জলরাশি
শতাধিক বছর ধরে জলের বুকেই আমার বাস
আমাকে তুমি নগণ্য ভাবতেই পার!

আমার উপর দিয়ে বয়ে গেছে-
৭০ সালের প্রলংয়কারী ঝড়ের তান্ডব
আইলা,সিডর,বুলবুল, নার্গিস
আম্ফান সহ কত নাম জানা ঝড়
কিন্তু আমাকে টলাতে পারেনি এতটুকু-

অস্বাভাবিক জোয়ার-ভাটা,বৃস্টি-খরা,শীত-কুয়াশা
অতিবৃস্টি,অনাবৃস্টি কত প্রাকৃতিক দুর্যোগ
বছরের পর বছর ধরে হানা দিয়েছে আমার বুকে
কিন্তু আমার মনোবল ভাঙ্গেনি
আমি সেই অপ্রতিরোধ্য মনপুরা!

আমার বুকে মাথা রেখে ঘুমায়
আমার কতশত অসহায় সন্তান
যারা তাদের পূর্ব পুরুষের বাস হতে
বিতাড়িত হয়ে আমার পানে রয়।

খুলনা,বরিশাল,নোয়াখালী,চট্টগ্রাম
কত প্রান্তের জনমানব এসেছে আমার গাঁয়
জীবনের জন্য,জীুবকার প্রয়োজনে
বেঁচে থাকার আপ্রাণ লড়াইয়ে-

দূর হতে বহু দূরে নির্জন হতে
কুড়িয়ে এনেছি সবুজাভ-
নীল রং হতে রং নিয়ে সেজে
হয়েছি নীলাম্বরী!

গাছ গাছালীতে সজ্জিত আমি
রুপে রুপবতী
মাতৃ ¯েœহে রেখেছি সবে
নাড়ী ছেড়া ধনে মাতৃভাব তবে
আমি তো সেই মনপুরা ভবে।।