ইলি বাড়ৈ’র কবিতা : এ কোন দিন!

গ্রীষ্মের রোদের দগ্ধতার অনুভূতি
আর গায়ে পড়ে না।
বর্ষার প্রতিটি বৃষ্টির ফোঁটা আর গায়ে পড়ে না।

হেমন্তের পাকা ধানের সুঘ্রাণ
তাও আজ মিশে গেছে কোথাও,
ভিতরে থাকা স্পন্দিত হৃদয়টি আজ আপনি আপনি মিশে গেছে,
পৃথিবীর কাছে হার মেনেছি।

এক অস্বচ্ছ দৃষ্টি ভেদে, আজ আমি মিশে গেছি।
শুধুই প্রতীক্ষা আমার;
একটু শান্তির আহবান শোনার আশায়।

শোনাও সে রব,
চিরকাল গেঁথে রবে যে রব
স্বপ্ন আশার রঙিন সোনালী দিন।