রেজাউল করিম রোমেলের কবিতা : এটা কি প্রেম?

প্রতিদিন সকালে গোসল সেরে

চুল শুকাতে আসতে বারান্দায়।

আর আমি,-

দারজার সামনে দাঁড়িয়ে থাকতাম

তোমাকে দেখার আকাঙ্খায়।

কখনো চোখে চোখ পড়লে

তুমি মুচকি হাসতে।

আচ্ছা…

এটা কি প্রেম ছিল?

অফিসে যাবার পথে

দেখা হত দুজনের।

 

তুমি যেতে রিক্সায়

আর আমি বাসে।

ফেরার পথে দেখা না হলে

খুব চিন্তায় পড়ে যেতাম,-

ঠিক মত ফিরেছে তো?

আচ্ছা…

এটা কি প্রেম ছিল?

হয়তো ছিল!

আজও দাঁড়িয়ে আছি

তোমার অপেক্ষায়।

কখন ফিরবে তুমি!

গোসল সেরে চুল শুকাতে বারান্দায়?

এটা কি প্রেম?

হয়তো!

হয়তো কিছুই না…

তাতে কি-ই-বা আসে যায়।