সখীপুরের কাকড়াজান ইউনিয়নে ঘরের সিঁদ কেটে ধান চুরি

মেহেদী হাসান রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট :

টাঙ্গাইলের সখীপুরে ঘরের সিঁদ কেটে ধান চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের কাজিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। চোরেরা ওই এলাকার মাজম আলীর ছেলে আবুল হোসেনের ঘরের সিঁদ কেটে ১৫-২০ মন ধান চুরি করে।

জানা যায়, প্রতিদিনের মত আবুল হোসেন গতকাল মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। প্রকৃতির টানে রাত ৩ টার দিকে বাহিরে আসলে ঘরের সিঁদ কাটা দেখতে পান। পরে দেখেন চোরেরা ধানের গোলা থেকে প্রায় ১৫ মন ধান চুরি করে নিয়ে গেছে।

আবুল হোসেন বলেন, এই ইউনিয়নে চুরির ঘটনা বেড়ে গেছে। শুনেছি চোরেরা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা এবং মূল্যবান জিনিস চুরি করে। এখন দেখছি ওদের হাত থেকে ক্ষেতে আবাদ করা ধানও নিরাপদ নয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, ইউনিয়নে চুরির ঘটনা বেড়ে গেছে। এর আগেও কাকড়াজান ইউনিয়নের বিভিন্ন জায়গায় গরু চুরির ঘটনা শুনেছি। একাধিকবার আইনশৃঙ্খলা মিটিংএ আলোচনা করলেও চুরি ঠেকানো যাচ্ছেনা।

সখীপুর থানার ওসি একে সাইদুল হক ভূঁইয়া বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ পাইনি।অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করবো।