রূপগঞ্জে ইউপি সদস্যর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন

নিজস্ব প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউপি সদস্যর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আহতের স্বজন সহ স্থানীয়রা।

সোমবার (২৩ আগষ্ট) বিকেলে উপজেলার শিমুলীয়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য ঈসমাইল হোসেন সোহেল, দাউদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লায়েজ, উজ্জ্বল, কবির, সায়েম, ফরহাদ, কামাল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২১আগষ্ট দুপুরে দাউদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আজিজুল মালুম তার কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

পরে তিনি মুশরী এলাকায় পৌছালে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে তার গাড়িতে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর সহ তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। এ সময় জমি বিক্রির ১ কোটি ২০ লক্ষ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।

আমরা এ ঘটনার বিচার চাই। ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, ইউপি সদস্যর উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।