ফরিদগঞ্জের হাসা মাদ্রাসা-ছাত্তার মিয়ার দোকান সড়কের বেহাল দশা

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার হাঁসা মাদ্রাসা-ছাত্তার মিয়ার দোকান নামক সড়কের করুণ দশা বিরাজ করছে। কাঁচা এ ২ কিলোমিটার সড়কের বেহাল দশা দীর্ঘদিন বিরাজমান থাকলেও কোনো উদ্যোগ এ পর্যন্ত নেয়া হয়নি বলে এলাকার লোকজন জানায়।

এ সড়কটি মূলতঃ গোয়াল ভাওর-রামপুর ভায়া ফরিদগঞ্জ সড়ক। রাস্তাটি ব্যবহার করছে, গোবিন্দপুর, চরবড়ালী, হাঁসা, মদনা, গুলিশা, চর কুমিরা, চর মতুরা গ্রামের অধিবাসীরা।

এ সড়কটি ব্যবহার করছে হাঁসা মাদ্রাসা, হাঁসা বালিকা বিদ্যালয়, দু‘টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, একটি কেজি স্কুল, নয়াহাট স্কুল এন্ড কলেজর শিক্ষক-শিক্ষার্থী, মসজিদ ও বাজারের লোকজন।

এ বিষয়ে ওই পথে যাতায়াতকারীদের মধ্যে ব্যাংক এশিয়া ফরিদগঞ্জ শাখা ম্যানেজার মোঃ শহীদুল্লাহ, ডা. আহসান উল্যাহ পাটওয়ারী, মোঃ দুলাল পাটওয়ারী, মোঃ শাহাজান হোসেন, সেলিম পাটওয়ারী, অধ্যক্ষ আমিন উদ্দিনসহ অনেকেই জানান, একটু বৃষ্টি হলেই রাস্তাটি কাদা পানিতে সয়লাব হয়ে পড়ে। যাতায়াতকারী ও যানবাহন চলাচলে নিধারুণ ভোগান্তিতে পড়তে হচ্ছে।
তারা আরোও জানান, ৭০-এর নির্বাচনের পর এ যাবৎ কোনো সংসদ সদস্য রাস্তাটি পাকা করণের উদ্যোগ নেননি।

এদিকে বর্তমান এমপি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের প্রচেষ্টা থাতা সত্তে¡ও অর্থ বরাদ্দের চেয়ে রাস্তার পরিমাণ বেশির অযুহাতে রাস্তাটি পাকাকরণ হয়নি।

সংশ্লিষ্ট এলাকাবাসীর জোর দাবি, এ কাঁচা রাস্তাটি অনতিবিলম্বে পাকা করণের। আপাততঃ রাস্তাটি চলাচলে অনুপযোগী হয়ে পড়ায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। একটু বৃষ্টি হলেই কাদা পানিতে সয়লাব হয়ে পড়ছে।

এ বিষয়ে উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ আয়ূব খান প্রিয় সময়কে বলেন, ওই রাস্তাটি কোন পর্যায়ে রয়েছে তা এ মুহূর্তে বলতে পারছি না। তবে পাকা করণের জন্য উদ্যোগ নেওয়া হবে।