রায়পুরে ৩ পেট্রোল পাম্পকে অর্থদণ্ড

মো.হৃদয় হোসেন, রায়পুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ৩ টি পেট্রোল পাম্পকে জরিমানা করে  ভ্রাম্যমাণ আদালত।

১৪ সেপ্টেম্বর মঙ্গলবার রায়পুর উপজেলাধীন ০৪নং সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি এলাকা এবং পৌরশহরের বাসস্ট্যান্ডে স্থাপিত পেট্রোল পাম্পগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরীন চৌধুরী।

এসময় সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আনিছুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা এবং রায়পুর থানা পুলিশ।

এ সময় প্রসিকিউশন কর্মকর্তার প্রসিকিউশন অনুযায়ী পেট্রোল পাম্পের ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকায় প্রতিটি ডিসপেন্সিং মেশিনের সীল ভাঙ্গা এবং ওয়ার্কিং স্ট্যান্ডার্ড মেজার দ্বারা (পরিমাপন যন্ত্র) তেল সরবরাহের বিভিন্ন ইউনিটে (পেট্রোল, ডিজেল, অকটেন, মবিল) ওয়ার্কিং স্ট্যান্ডার্ড অনুযায়ী ত্রুটি (নির্ধারিত পরিমাণের তুলনায় কম পরিমাণের পণ্য প্রদান করা) পরিলক্ষিত হওয়ায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮” অনুযায়ী ০৩টি পেট্রোল পাম্পকে ০৩টি পৃথক মামলায় মোট পঁয়তাল্লিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি মবিল পরিমাপের জন্য ব্যবহৃত পাত্রগুলোতে ত্রুটি পরিলক্ষিত হওয়ায় তা ধ্বংস করা হয়।

নির্বাহী অফিসার এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরীন চৌধুরী বলেন জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?