কচুয়ায় বিনা ভোটে চেয়ারম্যান হতে যাচ্ছেন নাজমা সরোয়ার

নিউজ ডেস্ক :

উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী নৌকা প্রতীকের নাজমা সরোয়ার। তিনিকচুয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। চেয়ারম্যান পদে আর কেউ মনোনয়নপত্র জমা দেয়নি।

আজ সোমবার সন্ধ্যায় বাগেরহাটের কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা হিমাংশু প্রকাশ বিশ্বাস জানান, নৌকা প্রতীকের নাজমা সরোয়ার একমাত্র প্রার্থী। গত ৫ মে কচুয়া উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এস এম মাহফুজুর রহমানের অসুস্থায় মুত্যু হলে চেয়ারম্যান পদটি শূন্য হয়। এরপর গত ৪ সেপ্টেম্বর কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা হয়।

তফসিল অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী নাজমা সরোয়ার ১৩ সেপ্টেম্বর মনোয়নপত্র জমা দেন। ১৯ সেপ্টেম্বর ছিল মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ৭ অক্টোবর ভোট গ্রহণের কথা। এই নির্বাচনে আর কেউ মনোয়নপত্র জমা না দেওয়ায় একক প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হতে যাচ্ছেন।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?