পাপীর প্রতি : ক্ষুদীরাম দাস

প্রভুকে ত্যাগ করিয়া জীবন চলে না
পাপী তুই চলবি আর কতকাল’
কীসের নেশায় মত্ত রইলো তুই
কষ্টে চলিবে জীবন শতকাল।

বিবেকহীন জীবনের মূল্য কী থাকে,
কীসের তোর এতো অভিমান!
একটুখানি ভাবিয়া দেখো হৃদয় দিয়ে
সত্যিই তো, তাতেই সবার পরিত্রাণ!

অন্যায় আর অবিচারে বন্দী জীবন
তুই যে করিয়াছিস কতো দোষ;
বন্ধ কর তোর পাপের জীবন,
কবে হবে তোর হুঁশ!

আঁধারের জীবন ছাড়িয়া আলোতে আয়
হৃদয়ে গেঁথে রাখ তারে সারাক্ষণ;
সুখের বৃষ্টিতে শীতল হবে জীবন
শান্তিতে কর হে অবগাহন।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?