এতিমের বন্ধু : ক্ষুদীরাম দাস

তবে আমি কি এতই অবহেলার
ওরা কেনো আমায় ঘৃণা করে
ওরা কেনো আমায় দোষারোপ করে
অকারণে দূর দূর করে
আর তাড়িয়ে বেড়ায়!

বুঝলাম আমি আপন নই কারো,
তবুও মানুষের মাঝে মিশি
বুকে ব্যথা, কষ্ট, তবুও হাসি,
জীবনের কাঠগড়া আমার খুবই কষ্টের
নিজেকে আয়নার সামনে পরখ করি
নিজেকে দেখি আর প্রশ্ন করি-
তোর কপালটা এমন কেনো রে!

ঈশ^র কি আমায় দেখছেন
তিনি দেখছেন আমার গায়ে ছেঁড়া জামাটা!
তিনি জানেন আমার অক্ষমতা,
আমি অণুক্ষণ প্রতীক্ষায়
প্রভু আমার, আর আমারই হবেন!

ওরা বলে আমি নাকি পাগল,
হয়তো তাই,
আমি যে এতিম আমার কেউ নাই,
তাই আমার অপেক্ষায় কেউ থাকে না
আমায় কেউ ভালোবাসে না,
আমি কেমন আছি, কারো যায় আসে না,
আমায় নিয়ে কারো নেই কোনো ভাবনা।

আমায় কেউ একটু ভালোবাসলে,
মনে হয় সে আমার কতো না আপন;
তখন আমার বোধে আসে না যে,
এটা নিতান্তই ক্ষণিকের ভাবনা,
জীবনের স্বপ্নেরা লুটিপুঁটি করে,
ভাবনা শেষে হিসাব মিলাই আমি তো এতিম!
আর এতিমের বন্ধু হয় ঈশ^র,
সত্যিই তিনিই বন্ধু! এতিমের বন্ধু।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?