পঞ্চগড়ের বোদায় জিংক ধান বীজ ব্যবসায়ীদের কর্মশালা অনুষ্ঠিত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের বোদায় জিংক ধান বীজ ব্যবসায়ীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

২৮ অক্টোবর (বৃহস্পতিবার) উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে হারভেস্ট প্লাস এর সহযোগিতায় এন ইন্টিগেটেড ফুড সিস্টেমস এপ্রোচ টু বিল্ড নিউট্রিশন সিকিউরিটি প্রজেক্টের আওতায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় বিএডিসির উপ-পরিচালক মোঃ আব্দুল হাই।

পঞ্চগড় আরডিআরএস এর কৃষি অফিসার নুরে আলম সিদ্দিক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আল মামুন অর রশিদ। কর্মশালায় বক্তব্য রাখেন হারভেস্ট প্লাস এর প্রজেক্ট কো-অডিনেটর মজিবর রহমান, আইএফএস রুহুল আমিন মন্ডল, এআরডিও শাহিনুর ইসলাম প্রমুখ।

এসময় হারভেস্ট প্লাস এর নেতৃবৃন্দ, সুপ্রীয় সীড কোঃ লিঃ এর প্রতিনিধিসহ পঞ্চগড় জেলার বোদা, আটোয়ারী, পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ উপজেলার ২৫ জন জিংক ধান ব্যবসায়ী উপস্থিত ছিলেন। কর্মশালায় জিংক ধান বীজ ব্যবসায়ীরা পঞ্চগড় জেলায় ১৩৫ মেঃটঃ বীজ বিক্রি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?