চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যা‌দের কারণে আজ‌কে এ বাংলা‌দেশ, আজ মাথা তু‌লে দা‌ঁড়ি‌য়ে সম্মা‌নের সা‌থে কাজ কর‌ছি সে সকল বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের জন‌্য সরকার কাজ ক‌রে যা‌চ্ছে। দেশ‌কে স্বাধীন কর‌বেন এই চিন্তা ক‌রেই একাত্ত‌রে মু‌ক্তি‌যোদ্ধারা তরুণ ব‌য়‌সে ঘর থে‌কে বের হ‌য়ে‌ছি‌লেন এক অদম‌্য স্পৃহা নি‌য়ে। সে অদম‌্য স্পৃহা জা‌গি‌য়ে তু‌লে ছি‌লেন জা‌তির জনক বঙ্গবন্ধু। মু‌ক্তি‌যোদ্ধা‌দের চাওয়া ও পাওয়ার কিছু নেই, কারন ওনারা দেশ‌কে দি‌য়ে‌ গে‌ছেন নি‌জে‌দের তাজা‌ প্রাণ।

০৬ নভেম্বর ২০২১ খ্রি. (শনিবার) দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর র‌ক্তের কেউ বেঁচে থাক‌লে তারা আবার দেশ‌কে পা‌কিস্তান বানাতে পার‌বে না ব‌লে বঙ্গবন্ধু‌কে ৭৫ সা‌লে স্বপ‌রিবা‌রে হত‌্যা ক‌রে‌ছিল। বঙ্গন্ধুর নাম ভু‌লি‌য়ে দি‌তে কাজ করা হ‌য়ে‌ছে। জয় বাংলা‌কে নি‌ষিদ্ধ করা হ‌য়ে‌ছে। পা‌কিস্তান জিন্দাবা‌দের ম‌তো ক‌রে বাংলা‌দেশ জিন্দবাদ করা হ‌য়ে‌ছে। বঙ্গবন্ধু কন‌্যা মু‌ক্তি‌যোদ্ধাদের সম্মান জানা‌তে ভাতার ব‌্যাবস্থা ক‌রে‌ছেন, তা‌দের প্রজন্ম‌কে ভাল রাখ‌তে চাকু‌রি‌তে কোটার ব‌্যবস্থা ক‌রে‌ছেন। মৃত‌্যুর পর রাষ্ট্রীয় সম্মানের ব‌্যবস্থা ক‌রে‌ছেন।

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজ‌লিসের সভাপ‌তি‌ত্বে ও বাবুরহাট স্কুল এন্ড ক‌লে‌জের অধ‌্যক্ষ মোশারফ হো‌সে‌নের প‌রিচালনায় বিশেষ অ‌তি‌থির বক্ত‌ব্যে রা‌খেন পু‌লিশ সুপার মোঃ মিলন মাহমুদ পি‌পিএম (বার), এল‌জিই‌ডির প্রধান প্রকৌশলী ইউনুস হোসাইন বিশ্বাস, চাঁদপুর সদর উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান নুরুল ইসলাম না‌জিম দেওয়ান, ফ‌রিদগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান অ‌্যাডভোকেট জা‌হিদুল ইসলাম রোমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মু‌ক্তি‌যোদ্ধা ডাক্তার সৈয়দা বদরুন নাহার চৌধুরী, বীর মু‌ক্তি‌যোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ।

স্বাগত বক্তব‌্য রা‌খেন সদর উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের সা‌বেক কমান্ডার আবুল কালাম চিশতী।