তেলের দাম বৃদ্ধিতে বাস মালিকরাই জয়লাভ করলো

সারাদেশে বেড়ে গেলো কেরোসিন ও ডিজেলের মূল্য। পূর্বমূল্য ছিলো ৬৫ টাকা যা কিনা বর্তমানে ৮০ টাকা হলো। মূল্য বৃদ্ধির সংবাদ পাবার পরই যেনো নারায়ণগঞ্জের পরিবহনে টিকেটের মূল্য বৃদ্ধির তৎপরতা বেড়ে গেলো।

প্রথমদিন বিকেল পর্যন্ত কাউন্টারগুলো ঘুরে দেখা যাচ্ছে বন্ধন /উৎসব এর ৩৬ টাকার ভাড়া আজ সকাল থেকে ৫০ টাকা রাখা হচ্ছে। অন্যদিকে শীতল এসি বাসের ভাড়া ৫৫ টাকা থেকে ৬৫ টাকা রাখা হচ্ছে। বিকেলে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট এসে পূর্বের ভাড়া রাখার কথা বলে গেলো।

ঠিক পরদিন থেকে পরিবহন মালিক আন্দোলন ডাকলো। তেলের দাম বাড়ানো হলে টিকেট মূল্যও বাড়াতে হবে। দুইদিন পর সরকারীভাবে ভাড়া নির্ধারণ করে দিলো। কিন্তু নারায়ণগঞ্জের বাসগুলো ব্যাপার ছিলো ভিন্ন। বন্ধন ও উৎসব বাসের ভাড়া ৫০ টাকা, যার মধ্যে টোলের টাকাও আলাদা দেখানো হয়েছে।

আবার শীতল এসি বাসের ভাড়া ৭০টাকা এবং বিআরটিসি বাস এর ভাড়া ৪০ টাকা হলো। এই সুযোগে দেখা গেলো গ্যাসের বাসগুলোর ও ভাড়া বেড়ে গেলো। যাত্রীদের সাথে আলাপকালে তারা বললো, দিনশেষে আমরা যাত্রীরাই ক্ষতিগ্রস্থ হলাম।

সোহেল আহমেদ ভূঁইয়া, করেসপন্ডেন্ট