আমার চোখে নারী : কৃষ্ণ দাস

কবিতা

নারী মানে হলো,
পুরুষের কথায় ভিজে যাওয়া এক চিরে,
চাঁদ হয়ে সে জ্বলতে যে চায়
শত কোটি তারার ভীরে।

নারী মানে হলো,
আধার ঘরে জোনাক জ্বলা আলো,
যে নিজে জ্বলে যায়, চায় তবু-
সবাই থাকুক ভালো।।

নারী মানে হলো,
নরম কাদামাটি, প্রথম ফোটা গোলাপ,
শিহরিত যার মুখ বুক মন
যেন প্রথম প্রেমের আলাপ।

নারী মানে হলো,
প্রশংসা চায়, শাড়ী পরা কিংবা রান্না,
কাজল দুটি চোখ ভাসিয়ে ফেলে
যদি পুরুষ তা খান না।

নারী মানে হলো,
গোপনে আনমনে পুরুষের প্রহর গোনা,
চেতনে অবচেতনে মনের গহিনে
লক্ষ স্বপ্ন বোনা।

এত কিছুর ভিড়ে মনটা খারাপ
প্রাণটা ভীষণ ভারী,
সত্যি বলছি!
হাসি মুখে আমি জীবন দিতে পারি
দেখিনি এমন নারী!