বড় কষ্টে আছি : ক্ষুদীরাম দাস

বড় কষ্টে আছি!
বুকের পাঁজর ভাঙ্গবে হয়তো
তাহলে কি থেমে যাবো?
আর কি চলা ঠিক হবে?

বড় কষ্টে আছি!
সময় ফুরিয়ে যায় আপন গতিতে,
সময়ের তালে কি আমি চলবো না?
গতির কাছে কি হেরে যাবো?

বড় কষ্টে আছি!
আঘাত আমায় ক্লান্ত করেছে,
থেমে গেলে যে আঘাত প্রশ্রয় পায়
তবে আমি কি আরো সইবো?

বড় কষ্টে আছি!
কেউ তো নেই সামনে অথবা পিছনে আমার,
অথবা সান্ত্বনার বাণী শোনাবার,
তবে কি কষ্টগুলো জমিয়ে বাঁচবো?