বাঙালির গৌরব শেখ মুজিব

ক্ষুদীরাম দাস :

বাংলার গৌরব শেখ মুজিব
একটি জ্বলন্ত নক্ষত্রের নাম;
শ্রদ্ধার আসনে বাংলার মাটিতে তার স্থান
হাজারো প্রাণের হাজারো প্রণাম।

কোটালিপাড়া বাঙালির মুখে মুখে
বাংলাদেশের নাম বিশ্ববাসীর মুখে;
চির অম্লান! চির অম্লান!! চির অম্লান!!!

শেখ মুজিব বঙ্গবন্ধু উপাধি
জাতির পিতা খ্যাতিমানের খ্যাতি
সম্মানে অধিষ্ঠিত কোটালিপাড়ার সমাধি!

শেখ মুজিব ছিলেন মহান নেতা
বাঙালির প্রেরণার উৎস তাঁর সাহসিকতা
বাঙালির গর্ব বাঙালির হৃদয়ে আঁকা।

শেখ মুজিব গণতন্ত্রের প্রতিমূর্তি
মৃত্যু সত্য; সত্য জীবন্ত স্মৃতি
বেঁচে রবে বাংলা, বেঁচে রবে তার স্মৃতি।

আপোষহীন সংগ্রামী নেতৃত্ব
সরলতায় সততায় কর্তৃত্ব
সুকোমল চরিত্রের বিশেষত্ব!

আমি শেখ মুজিবকে ভালোবাসি
তাইতো আমি প্রাণখুলে হাসি
শুন হে দেশবাসী! শুন হে দেশবাসী!!

শেখ মুজিবের কণ্ঠে শুনি তুখোড় বক্তৃতা,
সমাজতন্ত্রের পক্ষ সমর্থনকারী অধিবক্তা,
তিনি আমার নেতা,
তিনি আপনার নেতা,
তিনি তাহার নেতা,
তিনি বাঙালির নেতা!

শেখ মুজিবকে জানতে চাই, জানতে চাই স্বাধিকার
ছয় দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র, বঙ্গবন্ধু উপাধী আর
স্বাধীনতার ঘোষক-বঙ্গবন্ধু নাম যার!

অত্যাচারী পাকিস্তানীকে করেছেন পরাজয়,
বাঙালিকে জাগালেন-অত্যাচার আর নয়-
বলেছিলেন-জয় বাংলা বাংলার জয়!