ঈশ্বরের সৃষ্টি : ক্ষুদীরাম দাস

আমরা ঈশ্বরের সৃষ্টি, আকাশের নিচে রয়েছি বেঁচে,
তাঁর গৌরবে নিত্য নিত্য আশির্বাদ আনিবো সেঁচে,
এই তো সমুদ্রের গর্জন, পাখির কুহুকুহু ধ্বনি,
প্রকৃতির মাঝেও ঈশ্বর আছেন-আমরা জানি।

ঈশ্বরের সৃষ্টির মাঝে রয়েছি জেগে হবে না হার,
প্রশংসা ধ্বনিতে অনুক্ষণ ঈশ্বর আমার ঈশ্বর আমার।
দু’হাত তুলে প্রশংসা করিলে মনের বাসনা মিটিবে
ঈশ^রের সৃষ্টি আমরা মানুষ ভালোবাস তাহারে।

ঈশ্বরে সৃষ্টি যে বিশ্বাস করে সেই তো আস্তিক;
অবিশ্বাসের দোলাচলে যে চলে সেই তো নাস্তিক।
উন্মুক্ত আকাশমণ্ডল, সমুদ্রের গভীরতা, মাটির তলদেশ
ঈশ^রের সৃষ্টি নিখুঁত হয়েছে, হয়েছে উত্তম-বেশ বেশ।

আসুন সবে-ঈশ্বরের সৃষ্টিকে লালন করি প্রতিনিয়ত
ধ্বংস না করি ঈশ্বরের সৃষ্টি, প্রতি পালনেই থাকবো জীবিত।