শুভ কামনা! ক্ষুদীরাম দাস

মঙ্গলের তরে শুভ কামনা করে
শুধুই শুভ কামনা;
আবার কেউ কাছে এগিয়ে আসে
কারো জানা, কারো অজানা।

কেউ সত্যি সহযোগিতা করে
কেউ করে প্রার্থনা।

কেউ বা চোখের জল ফেলে
দশ তালার উপরে,
দয়া আছে মায়াও আছে
শুধু আপসোসই করে;
কেউ টেনে তোলে না
আবার কেউ যায় দূরে।

কেউ বা শুধুই সমালোচনা করে
কেউ বা সত্যিই এগিয়ে আসে,
কেউ বা হাসির আড়ালে মজা করে
কেউ বা সত্যিই হাসে।

হায় রে শুভ কামনা!
আস্তাকুঁড়ে শুভ কামনা,
যদি কর্মযুক্ত থাকে না।