মহিপুরে রেডক্রিসেন্টের সোসাইটি দুর্যোগ ঝুঁকি হ্রাসের জনসচেতন মূলক সভা

কুয়াকাটা প্রতিনিধি :

বুধবার স্থানীয় মহিপুর ইউনিয়ন পরিষদ হল রুমে সকাল ১০ টায় এই সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন পেশার মানুষ ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনার ৫১ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও দুর্যোগ ব্যবস্থাপনার কমিটি সভাপতিত্বে।

বিয়াদা পরন্নতা সক্ষমতা নিপারণ প্রতিবেদন উপস্থাপনা ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধনী বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান হাজী ফজলুর গাজী, স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্টে সহকারী পরিচালক,ফারুক হোসেন, কর্মশালার মূল সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন,সিনিয়র প্রোগ্রাম অফিসার, তারেক আল আমিন।

প্রোগ্রাম সঞ্চলনা করেন মোঃ সুলতান মাহমুদ,সিপিপি ১নং সিপিপি টিম লিডার ও মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম,সহ অনেকেই এসময়ে রেডক্রিসেন্ট সহযোগিতার মাধ্যমে সংযোগ সড়ক উন্নয়ন ঝুঁকি হ্রাস বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কর্মকর্তাদের কাছে দাবী জানান।