জেগে উঠুন : ক্ষুদীরাম দাস

২০/৬/২০২২

ঘুম থেকে উঠুন
চোখ মেলে দেখুন
পাশের মানুষ কেমন?
আমি তো রয়েছি
চুপি চুপি সয়েছি
যে যেমন তেমন!

চোখে মেলে দেখি
দিলাম তো উঁকি
এবার থাক চোখ বন্ধ;
আমার তাতে কি
যাচ্ছেতাই হোক তাতে কি
আমি যে বড়ই জ্ঞানান্ধ!

কতো জনা এমন আছে
‘আমি সব করি’ নাম বেঁচে
সবাই তো নীরব!
শোষণে মরিছে
দুর্বল যে আছে
হবে কবে সরব?

জেগে উঠুন মানবতা
ছড়িয়ে দাও সততা
বাঁচিতে চায় সবে!
‘দুঃখ আর চাই না’
এ আশা সর্বজনা
শান্তি হোক এ ভবে!

লেখক পরিচিতিঃ
ক্ষুদীরাম দাস
গ্রাম-কুজাইল, ইউনিয়ন-কাশিমপুর,
উপজেলা-রানীনগর, জেলা-নওগাঁ।