একটি অরাজনৈতিক কবিতার খসড়া

যুবক অনার্য

শ্যামা সুন্দরীর উচ্চারণ ভঙিমায়
কিছু ভুল ব্যঞ্জনা

তেতলা বাড়ির প্রথম ফ্লোরে
একটি আদিম গল্পের বসবাস

নাম না জানা পাখিরাও গাইতে জানে
অকথিত লোকজ সংগীত

সাহিত্য সম্পাদকের সঙ্গে সখ্য নিষ্প্রয়োজন
সম্পাদক মানেই সর্ববোদ্ধা কেউ নন-
এ কথা সম্পাদক সাহেবের স্ত্রীও জানেন

গোপন নারীদৃশ্য দেখতে মধুর
স্বয়ং নারীদৃশ্যও কি কাউকে দ্যাখে

ভালোবাসার চার্বাক লেনে আমার
গতায়াত নেই

রাজনীতি নিয়ে কথা শেষে
চমৎকার সমাধান
‘চ’ বর্ণ দিয়ে কতিপয় গালি- উত্তরাধুনিক

শীট! আমাদের মধ্যে
রাজনীতি ঢুকে যাচ্ছে অগোচরে