ছাত্রলীগ‌কে স‌ঠিক নী‌তি আদর্শকে মে‌নে সাংগঠ‌নিক কাঠা‌মো‌তে কাজ করতে হবে : শিক্ষামন্ত্রী

সাইদ হোসেন অপু চৌধুরী :
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদ‌দের স্মর‌ণে চাঁদপুর সদর উপ‌জেলা ছাত্রলী‌গের আ‌য়োজ‌নে দোয়া ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার বি‌কে‌লে সদর উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে আ‌লোচনা সভায় প্রধান অ‌তিথির বক্তব‌্য রা‌খেন (মু‌ঠো ফোন) শিক্ষামন্ত্রী ডা. দীপু ম‌নি এম‌পি।

এ সময় তি‌নি ব‌লেন, বঙ্গবন্ধু কণ‌্যা শেখ হা‌সিনার দৃঢ় নেতৃ‌ত্বে আজ দেশের সকল ক্ষে‌ত্রে উন্নয়‌নের ছোঁয়া লে‌গে‌ছে। দে‌শের এ অগ্রযাত্রা‌কে অব‌্যাহত রাখ‌তে সকল‌কে ঐক‌্যবদ্ধ থাকতে হ‌বে। কোন ভা‌বেই অপশ‌ক্তি‌কে ছাড় দেওয়া যা‌বে না। ছাত্রলীগ‌কে স‌ঠিক নী‌তি আদর্শকে মে‌নে সাংগঠ‌নিক কাঠা‌মো‌তে কাজ কর‌তে হ‌বে। সামা‌জিক অবকর্মে লিপ্ত, মাদক‌কের সাথে যুক্ত তেমন কেউ যেন সংগঠ‌নে প্রবেশ কর‌তে না পা‌রে সে‌দি‌কে খেয়াল রাখ‌তে হ‌বে। দল ভারী করার জন‌্য অ‌নে‌কে দ‌লে আস‌বে তা‌দের বেপা‌রে সর্তক থাক‌তে হ‌বে।

আ‌ন্দোলন ও নির্বাচনই হোক ছাত্রলীগ ছাড়া হয়না। আ‌মি সকল নেতাকর্মীর মঙ্গল ও সুস্বাস্থ‌্য কামনা ক‌রছি।

সদর উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি মাহমুদ হাসান সাদ্দা‌মের সভাপ‌তিত্বে ও সাধারণ সম্পাদক আল হেলাল ইনুর প‌রিচালনায় বক্তব‌্য রা‌খেন, চাঁদপুর জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক অ‌্যাড‌ভো‌কেট মু‌জিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র অ‌্যাড‌ভো‌কেট জিল্লুর রহমান জু‌য়েল,ফ‌রিদগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান অ‌্যাড‌ভো‌কেট জা‌হিদুল ইসলাম রোমান, সদর উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী, সাংগঠ‌নিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা যুবলী‌গের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী মা‌ঝি, সদর উপ‌জেলা যুবলী‌গের যুগ্ম আহবায়ক হুমায়ুন ক‌বির সুমন, সদর উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি এ‌বিএম রেদওয়ান, ‌পৌর ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম র‌বিন পাটওয়ারীসহ বি‌ভিন্ন ইউ‌নিয়‌নের ছাত্রলী‌গের সভাপ‌তি ও সাধারণ সম্পাদকগণ।

প্রধান বক্তা হি‌সে‌বে জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি মোঃ জ‌হির উ‌দ্দিন মি‌জি, বি‌শেষ বক্তা সাধারণ সম্পাদক সাদ্দাম হো‌সেন বক্তব‌্য রা‌খেন।