ঈশ্বর তুমি সুন্দর : ক্ষুদীরাম দাস

২০/১০/২০২২

ঈশ্বর তুমি সুন্দর
সকল হৃদয়ে তুমি,
তাই জাগ্রত সকল অন্তর!

ঈশ্বর তোমায় ডাকে সারা
তুমি দাও সকলের সাড়া।
এ পৃথিবী সুন্দর সকলই যতেœ ভরা।

ঈশ্বর তুমি সুন্দর
আমি তোমায় খুঁজে পাই সুন্দ মাঝে
আমি তোমায় খুঁজে পাই সবুজের কোলে
আমি তোমায় খুঁজে পাই জলে অথবা স্থলে।
প্রকৃতির রূপের বাহার আমার ভাবনায় তোমায় নিয়ে
সকল দিকে সৌন্দর্যের আঙিনা যখন তোমায় পেয়ে।
সবুজ ঘাসে অথবা মেঘের কোলে লুটিয়ে পড়া পাখি
আমার হৃদয় চক্ষু প্রেমাসক্ত ‘ঈশ্বর তুমি সুন্দর’ দেখি।

প্রকৃতির আঁচলে বাহারী বৃক্ষের মতো;
ঈশ্বর তুমি সুন্দর.।
আমি হৃদয়ে উপলব্ধি প্রজাপতির ডানায় ডানায়
সৃষ্টির রহস্য ঈশ্বর তুমি সুন্দর!
ঝরণা ধারায় কলকলধ্বনিতে
অথবা বিশাল সমুদ্রের জল তরঙ্গের মাঝে
অথবা মুক্ত আকাশে ঈশ্বর তুমি সুন্দর।