ফরিদগঞ্জে ১৪ বছর পর শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা

ফরিদগঞ্জ প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রাথমিক পর্যায় দির্ঘ ১৪ বছর পর পুনরায় শুরু হলো বৃত্তি পরীক্ষা । তিনটি কেন্দ্রে ১৯০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০ শতাংশ হারে ১৪ শত ২ জন ছাত্র/ছাত্রী অংশ নিয়েছে।

প্রশ্নেই উত্তর লিখার পদ্ধতিতে বাংলা ,ইংরেজি,গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রতিটিতে ২৫ নম্বর করে ১০০ নম্বরের ২ ঘন্টা সময় নির্ধারণে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ইউএনও তাসলিমুননেছা কেরোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

এ সময় সাথে ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম, জেলা সাংবাদিক ক্লাবের সহ-সভাপতি সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ বিল্লাল হোসেন,কেন্দ্র সচিব মাওঃ ইসমাইল, হল সচিব মোঃ গিয়াসউদ্দিন (কবির)।

সরেজমিন কেরোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, শত শত অভিভাবক তাদের কোমল মতি ছাত্র/ছাত্রীদের নিয়ে তীব্র ঠান্ডা ও কুয়াশার মাঝেও  পৌঁছায়।

ছাত্রছাত্রী ও অভিভাবকদের মাঝে এক অন্য রকম উৎসব মূখর পরিবেশ লক্ষ্য করা গেছে। সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কেরোয়া কেন্দ্রে ২৪ ঝন ছাত্র/ছাত্রী অনুপস্থিত ছিল।

অপর কেন্দ্রগুলো হচ্ছে মডেল সরকারী প্রথমিক বিদ্যালয়, বালিকা উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এটিইও) মোঃ মাহাবুবুর রহমান জানান, অনেকটা উৎসবমুখর পরিবেশে এ কেন্দ্রে ৫‘শত ৬৬ জন ছাত্র/ছাত্রী অংশ নিয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ জহিরুল ইসলাম জানান, সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেই তিনটি কেন্দ্রে ১৪‘শত ০২ জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে। মেধা বিকাশে এ বৃত্তি পরীক্ষা অব্যাহত থাকা উচিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুননেছা পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন শেষে বলেন, মেধা বিকাশে বৃত্তি পরীক্ষা প্রয়োজন ছিল বিধায় সরকার পরীক্ষা নেয়ার উদ্যোগ নিয়েছে। পরীক্ষা সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে।