পঞ্চগড়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, আমদানিকারকবিহীন বিদেশি পণ্য রাখা ও অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি মালামাল রাখার দায়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (১ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন এক অভিযান চালিয়ে এ জরিমানা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, বাজার তদারকি অভিযানের ধারাবাহিকতায় পঞ্চগড় বাজারে অভিযান পরিচালনা করে আমদানিকারকবিহীন বিদেশি পণ্য রাখার দায়ে সাঈদ স্টোরকে তিন হাজার টাকা, মেয়াদবিহীন পণ্য রাখার দায়ে জোবায়ের স্টোরকে এক হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি মালামাল রাখার দায়ে মৌচাক বেকারিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।