দোহার ও নবাবগঞ্জে ৭ মার্চ উপলক্ষে র‍্যালি, আলোচনাসভা পুরস্কার বিতরণ

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :

ঢাকার দোহার ও নবাবগন্জ উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে র‍্যালি, আলোচনাসভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

৭ মার্চ (মঙ্গলবার) দুপুরে দুই উপজেলা হতে র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায়। এর পর দোহার উপজেলা অডিটোরিয়াম এ আলোচনা সভা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানে, বাঙ্গালী জাতীর রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির উজ্জল সম্ভাবনা নিয়ে দীর্ঘ সময় ভাষণ প্রদান করেন এবং বাংলাদেশে স্বাধীনতার দিক নির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম এর সন্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান, দোহার পৌরসভা মেয়র আলমাছ উদ্দীন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য জয়নাল আবেদীন, দোহার থানা ওসি তদন্ত আজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা করম আলী, ঢাকা জেলা দক্ষিন ছাএলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, দোহার পৌরসভার কাউন্সিলর আব্দুস সালাম শুকুর, মোঃ শওকত হোসেন বেপারী, পাপেল মাহমুদ নিজাম, ওয়াশিম চোকদার, উদয় হুসাইন,সহ উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, উপস্থিত ছিলেন।

অপর দিকে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমানের সভাপতিত্বে আব্দুল ওয়াছেক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আরিফুর রহমান সিকদার ও বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত ও নবাবগঞ্জ থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম শেখ প্রমুখ।