মহসিন আলম মুহিন-এর কবিতা : হেমন্তের বিকেল

সাপ্তাহিক সেরা লেখনী
বিষয় ভিত্তিক কবিতা প্রতিযোগিতা
পর্ব নং -০১
বিষয়ঃ-প্রিয় সময়
তারিখঃ-০৩/০৮/২০২৩

জলহারা আকাশ শরতের দিনগুলোর শেষে,
ঋতুর রাণী হেলে দুলে-আসে মোদের দেশে।

রংধনুর সাত রঙের শোভা, গগনে কখনো উঠে,
হেমন্তের পরশে কবির মনে, লেখনী কিছু জোটে।

হেমন্তের বিকেল মন কারে, লাগে যে বড় মধুর,
পড়ন্ত বিকেলে সূর্য হেলে, দেখতে কতো সুমধুর।

হেমন্তের বিকেলে দুজনে মিলে, আগামীর স্বপ্ন বোনা,
স্মৃতিরা আজো সে কথা বলে, দিনটা যে ছিলো সোনা।

হেমন্তের বিকেল অনেক সুন্দর, অনেক মনোহর,
প্রেমিকের মনে আনে স্নিগ্ধতা, প্রকৃতি চমৎকার।

ঘরে ঘরে হেমন্তের বিকালে, চলে নানা আয়োজন,
নবান্নের উৎসব পিঠা-পায়েস, অতিথির আগমন।

হেমন্তের বিকেলে ধানের ক্ষেতে, নামে ধব্বল বক,
হলুদ বিকেলে প্রেমিক মন, বেড়ানোর আঁকে ছক।

কখনো কখনো হেমন্তের বিকালে, নামে ঝুম বৃষ্টি,
কুয়াশাচ্ছন্ন হেমন্তের রাত, বিধাতার অনন্য সৃষ্টি।

কুয়াশাগুলো চাঁদ ধুয়ে দেয়, জ্যোৎস্নার বাহারি রুপ,
আনন্দ আর গল্প-গানে মাতে হিয়া, লাগে অপরুপ।

চতুর্থঋতু ষড়ঋতুর এই দেশে, হেমন্ত ঋতুর রাণী,
হেমন্তের বিদায়, যায় বলে যায়, শীতের আগমনী।।